রংপুর, ২৩ আগস্ট ২০২৫: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর বিভাগের ৩৩টি আসনে প্রার্থী ঘোষণা করেছে খেলাফত মজলিস। দলের প্রতীক দেওয়াল ঘড়ি নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন এসব প্রার্থীরা।
আজ (২৩ আগস্ট) দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক উলামা-মাশায়েখ ও সুধী সমাবেশে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলের নায়েবে আমীর মুফতি আবদুল হামিদ।
তিনি বলেন, “জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের স্বার্থে জুলাই সনদ ঘোষণা ত্বরান্বিত করা ও তার আইনি ভিত্তি দিতে হবে। নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড তৈরি এবং প্রশাসনিক নিরপেক্ষতা বজায় রাখতে নির্বাচন কমিশন ও সরকারকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।”
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন। সভাপতিত্ব করেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও রংপুর জোন পরিচালক মাওলানা আবু সাইয়্যেদ।
ঘোষিত প্রার্থীদের তালিকা (রংপুর বিভাগ)
পঞ্চগড় জেলা
- পঞ্চগড়-১: মুফতি আহমাদুল্লাহ আল মাশরুর
- পঞ্চগড়-২: মাওলানা জিয়াউল হক
ঠাকুরগাঁও জেলা
- ঠাকুরগাঁও-১: রফিকুল ইসলাম
- ঠাকুরগাঁও-2: হাসান পারভেজ
- ঠাকুরগাঁও-3: মো. জাকির হোসনে
দিনাজপুর জেলা
- দিনাজপুর-১: মাস্টার মো. আবু হানিফা
- দিনাজপুর-২: সাদেকুল ইসলাম
- দিনাজপুর-৩: আ ক ম খাদেমুল ইসলাম
- দিনাজপুর-৪: হাফেজ বেলাল হোসেন
- দিনাজপুর-৫: মশিউর রহমান মাস্টার
- দিনাজপুর-৬: মাওলানা আনসার উল্লাহ
নীলফামারী জেলা
- নীলফামারী-১: মাওলানা সাদ্দাম হোসেন জিহাদী
- নীলফামারী-২: সরওয়ার আলম বাবু
- নীলফামারী-৩: হাফেজ মিজানুর রহমান
- নীলফামারী-৪: তাওহিদুল ইসলাম তাওহিদ
লালমনিরহাট জেলা
- লালমনিরহাট-১: আবদুল কাদের
- লালমনিরহাট-২: ডা. মাওলানা মোখলেছুর রহমান
- লালমনিরহাট-৩: অধ্যক্ষ মাওলানা আজিজুর রহমান
রংপুর জেলা
- রংপুর-১: ফজলুল হক
- রংপুর-২: শহিদুর রহমান রাজা
- রংপুর-৩: অধ্যাপক তৌহিদুর রহমান মন্ডল রাজু
- রংপুর-৪: মাওলানা শামসুল হক
- রংপুর-৫: এনামুল হক সাদী
- রংপুর-৬: মো. আল আমিন
কুড়িগ্রাম জেলা
- কুড়িগ্রাম-১: মাওলানা আমজাদ হোসেন
- কুড়িগ্রাম-২: সবেবর রহমান
- কুড়িগ্রাম-৩: ইঞ্জিনিয়ার জামিল আহমদ
- কুড়িগ্রাম-৪: আলহাজ্ব মাওলানা আবু সাঈদ
গাইবান্ধা জেলা
- গাইবান্ধা-১: আবদুল গাফফার
- গাইবান্ধা-২: অধ্যাপক এ কে এম গোলাম আযম
- গাইবান্ধা-৩: মেসের উদ্দিন সরকার
- গাইবান্ধা-৪: মাস্টার সিরাজুল ইসলাম
- গাইবান্ধা-৫: অধ্যাপক মো. জহুরুল হক সরকার



