ঢাকা, ২৪ আগস্ট ২০২৫: দৈনিক নয়া দিগন্তের সাবেক সম্পাদক ও প্রথিতযশা সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ রেজাউল করীম।
আজ (২৪ আগস্ট) এক শোকবার্তায় তিনি বলেন, “আলমগীর মহিউদ্দিন ছিলেন একজন সৎ, নির্ভীক ও নীতিবান সাংবাদিক। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি দেশ ও জাতির কল্যাণে কলম চালিয়েছেন। তার মৃত্যু সাংবাদিকতা অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি।”
পীর সাহেব চরমোনাই মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।



