শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeজাতীয়ত্রয়োদশ জাতীয় নির্বাচনের খসড়া সীমানা: ৪০ আসনের দাবি-আপত্তির শুনানি শুরু

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের খসড়া সীমানা: ৪০ আসনের দাবি-আপত্তির শুনানি শুরু

ঢাকা, ২৪ আগস্ট ২০২৫: আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনের জন্য বিন্যাস করা ৪০ আসনের খসড়া সীমানা তালিকার ওপর দাবি-আপত্তি শুনানি আজ রোববার সকাল ১০টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে শুরু হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনসহ অন্যান্য কমিশনাররা শুনানিতে উপস্থিত রয়েছেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, এই শুনানি টানা চার দিন চলবে। প্রথম দিন কুমিল্লা অঞ্চলের ৬৮৩টি দাবি-আপত্তি নিষ্পত্তি করা হবে। পরের দিনগুলোতে খুলনা (৯৮টি), বরিশাল (৩৮১টি), চট্টগ্রাম (২০টি), ঢাকা (৩১৬টি), রংপুর (৭টি), রাজশাহী (২৩২টি), ময়মনসিংহ (৩টি), ফরিদপুর (১৮টি) এবং সিলেট (২টি) দাবি-আপত্তির শুনানি হবে।

ইসি কর্মকর্তারা জানান, গত ১০ আগস্ট পর্যন্ত মোট ৮৩টি আসনের সীমানা নিয়ে এক হাজার ৭৬০টি দাবি-আপত্তি জমা পড়েছিল। এসব নিষ্পত্তি করে চূড়ান্ত সীমানা প্রকাশ করা হবে।

৩০ জুলাই নির্বাচন কমিশন ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ করে খসড়া তালিকা প্রকাশ করে। ভোটার সংখ্যার সমতা আনতে গাজীপুরে একটি আসন বৃদ্ধি করে ছয়টি করা হয়েছে, আর বাগেরহাটে চারটি আসন তিনটিতে কমানো হয়েছে। এছাড়া পঞ্চগড়, রংপুর, সিরাজগঞ্জ, সাতক্ষীরা, শরিয়তপুর, ঢাকা, নারায়ণগঞ্জ, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও বাগেরহাটে মোট ৩৯টি আসনে পরিবর্তন আনা হয়েছে।

বাগেরহাট জেলার খসড়ায় বাগেরহাট-১ আসনে কোনো পরিবর্তন হয়নি। বাগেরহাট-২ আসনে বাগেরহাট সদর ও কচুয়া, বাগেরহাট-৩ আসনে রামপাল, মোংলা, মোড়েলগঞ্জ ও শরণখোলা উপজেলা অন্তর্ভুক্ত করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments