সুনামগঞ্জ, ২৪ আগস্ট ২০২৫: সুনামগঞ্জ-৪ আসনে খেলাফত মজলিস মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী ও যুক্তরাজ্য খেলাফত মজলিসের অন্যতম দায়িত্বশীল মাওলানা আমিরুল ইসলামের সমর্থনে আজ এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশটি অনুষ্ঠিত হয় সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়ন শাখার উদ্যোগে। এতে স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত মজলিসের প্রতীক দেওয়াল ঘড়ি মার্কার পক্ষে ব্যাপক সমর্থন জোগাতে সংগঠিত হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
কর্মী সমাবেশে বক্তারা বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠা এবং সৎ-যোগ্য নেতৃত্ব নির্বাচনের স্বার্থে খেলাফত মজলিসকে জয়ী করতে হবে। তারা প্রত্যেক কর্মীকে ঘরে ঘরে গিয়ে সংগঠনের বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।



