ঢাকা, ২৩ আগস্ট ২০২৫: হাসানাহ ফাউন্ডেশন আয়োজিত ‘সিরাত অলিম্পিয়াড-২০২৫’ এর সিলেকশন রাউন্ডের ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষাটি সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার পর শনিবার (২৩ আগস্ট) এক বিজ্ঞপ্তির মাধ্যমে ফল প্রকাশ করা হয়।
ফাউন্ডেশন জানায়, পূর্বঘোষণা অনুযায়ী ক, খ ও গ এই তিনটি বিভাগে মোট ৩০০ জন প্রতিযোগী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণদের অভিনন্দন জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, “আপনারা নিজেদের প্রতিভা ও জ্ঞান দিয়ে প্রমাণ করেছেন যে, আল্লাহর রাসূল (সা.) এর জীবনাদর্শ জানার প্রতি আপনাদের অঙ্গীকার দৃঢ়। আগামীতে এই ধারা অব্যাহত রাখবেন বলে আমরা আশাবাদী।”
যারা এবার উত্তীর্ণ হতে পারেননি, তাদের প্রতিও শুভেচ্ছা ও দোয়া জানানো হয়েছে। তাদের উদ্দেশ্যে ফাউন্ডেশন জানিয়েছে, অচিরেই নতুন ও আকর্ষণীয় আয়োজন আসছে, যেখানে সকলে আবারও অংশ নিতে পারবেন।
এদিকে, সেমিফাইনাল রাউন্ডের প্রতিযোগিতার নিয়মাবলী খুব শিগগিরই ঘোষণা করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন। সেই সাথে সিরাত অলিম্পিয়াড এবং হাসানাহ ফাউন্ডেশনের অন্যান্য আয়োজনের আপডেট পেতে অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত থাকতে বলা হয়েছে।
ফলাফলের লিংক:
ক বিভাগ: https://docs.google.com/…/1NmrfxFn1omFnLITjUnMg…/edit…
খ বিভাগ: https://docs.google.com/…/1L9rlQB24dyrTRhcpY1Ni…/edit…
গ বিভাগ: https://docs.google.com/…/1Ccm5C4pEs1CKOH9qvPmV…/edit…



