স্টাফ রিপোর্টার | ই নিউজ
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ১৭:৪৫
ইসলামী শিক্ষা দিবস ও জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, মৌলভীবাজার শহর শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) বিকেলে মৌলভীবাজার শহরের স্থানীয় একটি মিলনায়তনে এ কর্মসূচি আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, “নৈতিকতা, মানবিক মূল্যবোধ এবং ইসলামী চরিত্র গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। ডিগ্রির জন্য নয়, বরং একজন প্রকৃত আলোকিত মানুষ গড়ার জন্য শিক্ষা হতে হবে।”
পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর অগ্রগতি ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।



