শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeরাজনীতিফজলুর রহমানের বিরুদ্ধে কর্মসূচি দিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

ফজলুর রহমানের বিরুদ্ধে কর্মসূচি দিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

স্টাফ রিপোর্টার | ই নিউজ
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের সাম্প্রতিক মন্তব্যের প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

রোববার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় শাহবাগ জাদুঘরের সামনে ‘কুশপুত্তলিকা দাহ ও গণজুতা নিক্ষেপ’ কর্মসূচি পালন করবে সংগঠনটি। সংগঠনের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ঘোষণায় বলা হয়, “সহ্যের সীমা পেরিয়েছে এবার আর ছাড় নয়। দলে দলে যোগ দিন।”

সংগঠনের পক্ষ থেকে একটি ফটোকার্ডসহ কর্মসূচির আহ্বান জানানো হয়েছে।

এর আগে এক টকশোতে ফজলুর রহমান বলেন, “যারা ৫ আগস্ট ঘটাইছে, সেই কালো শক্তির নাম জামায়াতে ইসলাম। সার্জিস আলমরা যারা এটার অভিনয় করেছে, এটার অভিনেতা যারা ৫ আগস্টের অভিনেতা আমি তাদেরকে আর নেতা বলতে চাই না, তাদেরকে অভিনেতা বলব।”

তিনি আরও বলেন, “মানুষ বুঝে গেছে, এরা হলো রাজাকারের বাচ্চা। তারা টাকা-পয়সার মাধ্যমে তরুণ সমাজের একটা অংশকে যেকোনোভাবে কনভেন্স করে। কিন্তু নির্বাচন হলে বিএনপি দুই-তৃতীয়াংশ সিট পেয়ে ক্ষমতায় আসবে, আল্লাহর রহমতে।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments