ই নিউজ | ঢাকা | ২৪ আগস্ট ২০২৫
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের বাংলাদেশ সফর উপলক্ষে ঢাকাস্থ পাকিস্তান দূতাবাসের আয়োজিত নৈশভোজ ও আলোচনায় অংশ নিয়েছে গণঅধিকার পরিষদ।
আজ (রবিবার) সন্ধ্যায় রাজধানীতে আয়োজিত এ অনুষ্ঠানে রাজনৈতিক, কূটনৈতিক ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নৈশভোজে আঞ্চলিক সহযোগিতা, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
গণঅধিকার পরিষদ প্রতিনিধি দল এতে যোগ দিয়ে বাংলাদেশের গণতন্ত্র, উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে নিজেদের অবস্থান তুলে ধরে।



