ই নিউজ | প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম আহ্বায়ক জনাব সারোয়ার তুষারকে সাংগঠনিক কর্মকাণ্ডে পুনর্বহাল করা হয়েছে। নৈতিক স্থলনজনিত অভিযোগে শোকজ নোটিশ প্রাপ্তির পর দুই মাস সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার পর তাকে পুনরায় দায়িত্বে ফিরিয়ে আনা হলো।
গত ১৭ জুন ২০২৫ খ্রি. তারিখে স্মারক নং – এনসিপি/কেন্দ্র/শোকজ/২০২৫-২০২৬/০৫ মূলে সারোয়ার তুষারের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। তিনি দপ্তর মারফত আহ্বায়ক, সদস্য সচিব, রাজনৈতিক পর্ষদ ও এনসিপি শৃঙ্খলা কমিটির কাছে লিখিত জবাব প্রদান করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হওয়া ফোনালাপের প্রেক্ষিতে শোকজ নোটিশের নির্দেশ অনুযায়ী তিনি জুলাই মাসব্যাপী পার্টির পদযাত্রা, জাতীয় ঐকমত্য কমিশনে প্রতিনিধিত্ব, মিডিয়ায় দলের অবস্থান তুলে ধরা এবং নরসিংদীতে পদযাত্রাসহ সকল সাংগঠনিক কর্মকাণ্ড থেকে বিরত থাকেন।
দলীয় সূত্র জানায়, সার্বিক ঘটনা, লিখিত জবাব ও আলামত বিশ্লেষণ শেষে তাকে পুনর্বহালের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর মাধ্যমে কারণ দর্শানোর নোটিশটি আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হলো।



