ই নিউজ | প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫
জাতীয় পার্টির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক হিসেবে সারফুদ্দিন আহমেদ শিপু এবং সদস্য সচিব হিসেবে মাসুক রহমানকে দায়িত্ব দেয়া হয়েছে।
রবিবার জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের সুপারিশে এ দুই সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করেন।
পার্টিকে সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে ঘোষিত এই কমিটিকে আগামী তিন সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রীয় দফতরে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।



