দিনাজপুর: ভোর সাড়ে ৫টায় দিনাজপুরের আমবাড়ি বাজার এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা হেরিটেজ পরিবহনের স্লিপার বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি জলাশয়ে পড়ে গেছে। দুর্ঘটনায় গণ-অধিকার পরিষদের মুখপাত্র ফারুক আহমেদসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
ঘটনার পরপরই ফারুক আহমেদ ফেসবুক লাইভে বিষয়টি জানান। বাসে থাকা অন্যান্য যাত্রীরাও বিভিন্ন মাত্রায় আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৫ জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফারুক আহমেদ জানান, দুর্ঘটনার কারণ সম্ভবত চালকের ঘুমিয়ে পড়া বা যান্ত্রিক ত্রুটি। আহত সবাইকে উদ্ধার করা হয়েছে।



