গাজা: শনিবার উত্তর গাজার জিকিম এলাকায় ইসরাইলি বাহিনীর গুলিতে সরকারি ফিলিস্তিনি টিভির ক্যামেরাম্যান খালেদ আল মাদোওন নিহত হয়েছেন। খবর দিয়েছে ফিলিস্তিনি সাংবাদিক সিন্ডিকেট ও টিআরটি ওয়ার্ল্ড।
মাদোওন ত্রাণ সংগ্রহে জড়ো হওয়া ক্ষুধার্ত ফিলিস্তিনিদের নিয়ে সংবাদ সংগ্রহের সময় হামলার শিকার হন। ফিলিস্তিনি সাংবাদিক সিন্ডিকেট এ হত্যাকাণ্ডকে সাংবাদিকদের কণ্ঠস্বর স্তব্ধ করার লক্ষ্যে পরিকল্পিত হামলা হিসেবে নিন্দা জানিয়েছে।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় নিহত ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা ২৪০-এ পৌঁছেছে। এই মাসের শুরুতে গাজা সিটির আল শিফা হাসপাতালে হামলায় ছয় সাংবাদিক নিহত হন, যাদের মধ্যে পাঁচজন আল জাজিরার সাংবাদিক।
একই দিনে গাজাজুড়ে ইসরাইলি হামলায় কমপক্ষে ৬৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আন্তর্জাতিক সতর্কতার পরও গাজার সাংবাদিকরা বারবার ইসরাইলি হামলা, গ্রেপ্তার এবং হুমকির শিকার হচ্ছেন।
মহামানবাধিক পর্যবেক্ষকরা এটিকে যুদ্ধের খবর গাজার বাইরে প্রচার বন্ধ করার প্রচেষ্টা হিসেবে দেখছেন।



