প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেরকে বাধাগ্রস্ত করার অভিযোগ উঠেছে স্যার এ এফ রহমান হলের এজিএস প্রার্থী আশিকুল হক রিফাতের বিরুদ্ধে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত সহ-সভাপতি (ভিপি) প্রার্থী আবিদুল ইসলাম খান এই অভিযোগ তুলেছেন।
সোমবার বিকেলে মধুর ক্যানটিনে আয়োজিত সংবাদ সম্মেলনে আবিদুল অভিযোগ করেন, সাংবাদিকতা বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী এবং দৈনিক আমাদের সময় পত্রিকার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রিফাত হলে ছাত্রদল-সমর্থিত প্রার্থীদের পক্ষে কাজ করা শিক্ষার্থীদের নানা উপায়ে বাধা দিচ্ছেন, হুমকি দিচ্ছেন এবং ব্ল্যাকমেইল করছেন। এ বিষয়ে তিনি নির্বাচন কমিশন ও হল প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
আবিদুল বলেন, “আমরা তথ্য পেয়েছি স্যার এ এফ রহমান হলে এক সাংবাদিক প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ছাত্রদল প্যানেলের সঙ্গে কাজ করা শিক্ষার্থীদের তিনি বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছেন। আমরা চাই, নির্বাচন কমিশন ও হল প্রশাসন দ্রুত বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিক।”
তবে অভিযোগ অস্বীকার করে রিফাত বলেছেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য। তিনি মনে করেন, তার জনপ্রিয়তা ঠেকাতেই প্রতিদ্বন্দ্বীরা অপপ্রচার চালাচ্ছে।
রিফাত বলেন, “ছাত্রদলের ভিপি প্রার্থী আমার বিরুদ্ধে যে অভিযোগ তুলেছেন তা সম্পূর্ণ মনগড়া। আমি আবিদুল ইসলাম খানকে সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপনের আহ্বান জানিয়েছি। অভিযোগের বিষয়ে ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও তিনি কোনো ব্যাখ্যা দেননি, এমনকি আমার ফোনও রিসিভ করেননি।”
অভিযোগ ও পাল্টা অভিযোগকে ঘিরে ডাকসু নির্বাচনী অঙ্গনে শিক্ষার্থীদের মধ্যে আলোচনার ঝড় উঠেছে।



