শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeরাজনীতিঅন্যান্যজেদ্দায় খেলাফত মজলিসের দোয়া মাহফিল ও মাওলানা আব্দুল বাছিত আজাদের সংবর্ধনা অনুষ্ঠিত

জেদ্দায় খেলাফত মজলিসের দোয়া মাহফিল ও মাওলানা আব্দুল বাছিত আজাদের সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫

জেদ্দায় আগমন উপলক্ষে খেলাফত মজলিসের আমীরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদের সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ আগস্ট সোমবার জেদ্দার হাইয়ার রাবেয়া মাত’আম আহলুল বদর হলে এ অনুষ্ঠানের আয়োজন করে জেদ্দা মহানগর খেলাফত মজলিস।

মহানগর সভাপতি মাওলানা আবদুল মুকিত রুপাপুরীর সভাপতিত্বে ও সহ-সেক্রেটারি মাওলানা আবদুল মুকিত গোলাপগঞ্জীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমীরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও মধ্যপ্রাচ্য জোন পরিচালক মাওলানা আহমদ বিলাল, পিএইচপি কুরআনের আলো মহাসচিব শায়খ হাফিজ মাওলানা মহিউদ্দিন ও পরিচালক মাওলানা হাফিজ জাকারিয়া।

সংবর্ধনা সভার বিশেষ আকর্ষণ ছিল পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতা ২০২৫ ও ২০২৪ এর বিজয়ীদের মনোমুগ্ধকর কোরআন তেলাওয়াত। এর মধ্যে ছিলেন ২০২৫ সালের প্রথম বিজয়ী হাফিজ মুহিবল্লাহ মাসুম, দ্বিতীয় বিজয়ী হাফিজ হোসাইন আহমদ, ২০২৪ সালের প্রথম বিজয়ী হাফিজ রাফসান মাহমুদ জিসান, তৃতীয় বিজয়ী আনাস মাহফুজ ও চতুর্থ বিজয়ী আবদুল্লাহ আল সানিম।

এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন ইসলামী সংগঠন ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রবাসী সমাজের প্রতিনিধি ও আলেমগণ উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম, বিএনপি, ইসলামী আন্দোলন, জামায়াত নেতৃবৃন্দসহ প্রবাসী মুক্তিযোদ্ধা ও সমাজের বিশিষ্টজনেরা।

অনুষ্ঠানে নাশীদ পরিবেশন করেন সৌদি আরব প্রবাসী নাশীদ ব্যান্ডের পরিচালক জনপ্রিয় সংগীতশিল্পী মাওলানা কাউসার আহমদ সিদ্দিকী, দেলোয়ার হোসাইন ও হাফিজ আজহার বিন কামাল।

শেষে জেদ্দা মহানগর খেলাফত মজলিসের পক্ষ থেকে আমীরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদকে মানপত্র প্রদান করা হয় এবং তার দীর্ঘায়ু ও সফলতার জন্য বিশেষ দোয়া করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments