১২ ভাদ্র ১৪৩২, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বাণী দিয়েছেন।
বাণীতে তিনি বলেন,
“জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করি। মাত্র ২৩ বছরের সাহিত্য জীবনে নজরুল বাংলা ভাষা ও সাহিত্যকে এক অনন্য উচ্চতায় অধিষ্ঠিত করেছেন। তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান কবি, ঔপন্যাসিক, নাট্যকার ও সঙ্গীতজ্ঞ। মানবতার বাণী, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও স্বাধীনতার চেতনা তাঁর রচনার মূল প্রেরণা। বৃটিশ বিরোধী আন্দোলনে তাঁর কবিতা ও গান যুগান্তকারী ভূমিকা পালন করেছে। তিনি শোষিত ও বঞ্চিত মানুষকে উজ্জীবিত করেছেন, এজন্য বৃটিশ শাসকদের রোষানলে পড়ে কারাভোগও করেছেন।”
তিনি আরও বলেন, “জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অন্যায়ের বিরুদ্ধে এক চিরকালীন দ্রোহের প্রতীক। তাঁর সাহিত্য আমাদের স্বদেশপ্রেমে উদ্বুদ্ধ করে। সমাজে শান্তি, সাম্য ও মানবতা প্রতিষ্ঠার লক্ষ্যেই তিনি কলম ধরেছিলেন। আমি বিশ্বাস করি, তাঁর সৃষ্টিকর্ম চিরদিন অমর হয়ে থাকবে।”
শেষে বিএনপি মহাসচিব আল্লাহর কাছে কবির মাগফিরাত কামনা করেন



