নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫
বাংলাদেশে দারিদ্র্যের হার বেড়ে ২৮ শতাংশে পৌঁছানোকে “অত্যন্ত উদ্বেগজনক” বলে মন্তব্য করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ বলেছেন, স্বাধীনতার ৫৪ বছর পরও প্রায় পৌনে পাঁচ কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। এ অবস্থাকে তিনি জাতির জন্য হতাশাজনক বলে আখ্যায়িত করেন।
মঙ্গলবার (২৬ আগস্ট) ইসলামী আন্দোলন বাংলাদেশের নিয়মিত বৈঠকে তিনি বলেন, “শুধু জিডিপি নয়—সমতা, ন্যায়বিচার, বৈষম্যহীনতা ও নাগরিক কল্যাণ নিশ্চিত না হলে দারিদ্র্যের অভিশাপ দূর হবে না।”
তিনি অভিযোগ করেন, গত ১৫ বছরে উন্নয়নের নামে নানা গল্প শোনানো হলেও তা ছিল “মিথ্যার ফুলঝুড়ি”। গণঅভ্যুত্থানের পর পরিবর্তনের আশা থাকলেও চাঁদাবাজি, রাজনৈতিক সন্ত্রাস ও অন্তর্বর্তী সরকারের দুর্বলতায় নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের পথ রুদ্ধ হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, “আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা না করে এখন থেকেই দারিদ্র্য দূরীকরণে জোরালো উদ্যোগ নিতে হবে এবং দারিদ্র্যের হার শূন্যের ঘরে নামিয়ে আনতে হবে।”
বৈঠকে দলের মুখপাত্র ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান প্রধান নির্বাচন কমিশনারের সাম্প্রতিক মন্তব্যের সমালোচনা করে বলেন, “পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) নিয়ে তাঁর মন্তব্য আপত্তিজনক। বারবার ‘সংবিধানে নাই’ বলে তিনি জনমত প্রভাবিত করতে চাইছেন কিনা, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।”
বৈঠকে প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, যুগ্ম-মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



