শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeরাজনীতিডাকসু নির্বাচন: ফেস্টুন ফেলে দেওয়া ও ছবি বিকৃতির ঘটনায় শিবিরের উদ্বেগ

ডাকসু নির্বাচন: ফেস্টুন ফেলে দেওয়া ও ছবি বিকৃতির ঘটনায় শিবিরের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫

ডাকসু নির্বাচনে অংশগ্রহণকারী ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের ফেস্টুন ফেলে দেওয়া ও প্রার্থীদের ছবি বিকৃতির ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

মঙ্গলবার (২৬ আগস্ট) এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এ প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে বলা হয়, আসন্ন ডাকসু নির্বাচন বানচাল করার লক্ষ্যে একটি মহল ষড়যন্ত্র করছে। তারই অংশ হিসেবে প্রচারণার প্রথম দিন ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর ফেস্টুন ফেলে দেওয়া এবং নারী প্রার্থীসহ কয়েকজনের ছবি বিকৃত করা হয়েছে। এ ধরনের স্বৈরাচারী আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

নেতৃবৃন্দ বলেন, একজন হিজাব পরিহিত নারী শিক্ষার্থীর ছবি বিকৃত করা ধর্মীয় অনুভূতিতে আঘাতের পাশাপাশি নারীবিদ্বেষী মানসিকতার প্রকাশ। এছাড়া প্রকৃত দোষীদের আড়াল করতে একটি গোষ্ঠী ও কিছু গণমাধ্যম সাধারণ শিক্ষার্থীদের জড়ানোর চেষ্টা করছে বলেও তারা অভিযোগ করেন।

ছাত্রশিবিরের নেতারা আরও বলেন, অতীতেও এই মহল বিশ্ববিদ্যালয়গুলোতে শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ নষ্ট করেছে। খালেদা জিয়ার পতনের পর গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হলেও তারা তা মেনে নিতে পারেনি। তাই ডাকসু নির্বাচনের মতো গণতান্ত্রিক ধাপকে ব্যাহত করার চেষ্টা চালাচ্ছে।

বিবৃতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়— সিসিটিভি ফুটেজ যাচাই করে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে। একইসঙ্গে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ, নিরাপদ ক্যাম্পাস ও সমতল মাঠ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments