ই নিউজ | ২৭ আগস্ট ২০২৫
ভারতের জম্মু ও কাশ্মীরের কাটারায় ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। আহত হয়েছেন অন্তত ২৩ জন। ধ্বংসস্তূপে আরও মরদেহ আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার অর্ধকুমারি এলাকায় বৈষ্ণো দেবীর মন্দিরে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। আতঙ্কিত হয়ে পড়েন তীর্থযাত্রীরা। দ্রুত উদ্ধারকাজে নামে মন্দির কমিটি, নিরাপত্তা বাহিনী, এনডিআরএফ ও সিআরপিএফ।
টানা বৃষ্টিতে জম্মু-কাশ্মীরে আকস্মিক বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। সেতু ভেঙে পড়া, বিদ্যুৎ ও টেলিযোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়েছে। এখন পর্যন্ত ৩,৫০০’র বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) জানিয়েছে, আগামী দুই-তিন দিন ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। একাধিক জেলায় ভূমিধস ও হড়পা বানের সতর্কতা জারি করা হয়েছে।
বৈষ্ণো দেবী মন্দির যাত্রা আপাতত স্থগিত রাখা হয়েছে।



