জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫,
কুমিল্লা আদর্শ সদর উপজেলায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসময় হানিফ মিয়া ওরফে আনু মিয়া নামে একজনকে আটক করা হয়।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) ভোরে উপজেলার কাটাবিল এলাকা থেকে তাকে আটক করে সেনা সদস্যরা। আটক হানিফ মিয়া কুমিল্লা নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের কাটাবিল এলাকার বাসিন্দা।
অভিযানকালে তার কাছ থেকে ১ হাজার ৮৯৭ পিস ইয়াবা, ২০ গ্রাম গাঁজা, ১ বোতল ফেনসিডিল, দুটি চাইনিজ কুড়াল, একটি রামদা, দুটি চাপাতি ও একটি সিজার জব্দ করা হয়।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম বলেন, “সেনা অভিযানে আটক হানিফ মিয়াকে মাদক ও দেশীয় অস্ত্রসহ থানায় হস্তান্তর করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।”



