জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫
ফেনীতে ছয় বছরের এক কন্যাশিশুকে পাশবিক নির্যাতনের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা এলাকায় এ ঘটনা ঘটে। পরিত্যক্ত একটি সেপটিক ট্যাংক থেকে শিশুটির বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ রাসেল (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। সে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কলতাপাড়া গ্রামের নূর হোসেনের ছেলে এবং স্থানীয় একটি ব্রিকফিল্ডে শ্রমিক হিসেবে কর্মরত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে শিশুটি নিখোঁজ হয়। সারাদিন খোঁজাখুঁজির পর রাত সাড়ে ১১টার দিকে সোনালী ব্রিকস-এর একটি সেপটিক ট্যাংকের ভেতরে পানিতে ডুবে থাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে ট্যাংকের কাছে শিশুটির জামা দেখতে পেয়ে পরিবারের সদস্যরা সন্দেহ করেন।
স্থানীয়দের ধারণা, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে মরদেহ ফেলে দেওয়া হয়। সন্দেহভাজন রাসেলকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে জিজ্ঞাসাবাদে সে অপরাধের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, “এ ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত রাসেল প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুটিকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছে।” শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



