ই নিউজ ডেস্ক
প্রকাশিত : ২৮ আগস্ট ২০২৫
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কর্মপরিকল্পনা বা রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর আড়াইটায় রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ রোডম্যাপ প্রকাশ করা হয়।
ঘোষিত কর্মপরিকল্পনা অনুযায়ী, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক শুরু করবে কমিশন। এসব বৈঠকে নির্বাচনী প্রস্তুতি, অংশগ্রহণ নিশ্চিতকরণ ও অবাধ-সুষ্ঠু ভোট আয়োজনের বিষয়ে আলোচনা করা হবে।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, ঘোষিত রোডম্যাপে ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচন ব্যবস্থায় প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা এবং নিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।



