শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeরাজনীতিঅন্যান্যরোডম্যাপ কার্যকর করার আগেই আইনি ভিত্তিতে জুলাই সনদ ঘোষণা করতে হবে :...

রোডম্যাপ কার্যকর করার আগেই আইনি ভিত্তিতে জুলাই সনদ ঘোষণা করতে হবে : খেলাফত মজলিস

ই নিউজ ডেস্ক |

নির্বাচন কমিশন ঘোষিত জাতীয় নির্বাচনের রোডম্যাপ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে খেলাফত মজলিস। আজ (২৮ আগস্ট) এক বিবৃতিতে সংগঠনটির মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, নির্বাচনী রোডম্যাপ কার্যকর করার পূর্বশর্ত হলো জুলাই সনদের ঘোষণা ও তার আইনি ভিত্তি নিশ্চিত করা।

ড. কাদের বলেন, “নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে রোডম্যাপ ঘোষণা করা হয়েছে তা কার্যকর হতে হলে এর ভিত্তি হতে হবে জুলাই সনদ। এর আগে জাতীয় ঐক্যমতের আলোকে জুলাই সনদ ঘোষণা করতে হবে এবং রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে তার আইনি বৈধতা দিতে হবে। অন্যথায় সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব হবে না।”

তিনি আরও উল্লেখ করেন, নতুন বাংলাদেশে জনগণের প্রত্যাশা হলো পেশীশক্তি ও কালো টাকার প্রভাবমুক্ত একটি নির্বাচন। তবে নির্বাচনের আগে প্রয়োজনীয় রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার করা জরুরি। বর্তমানে প্রশাসন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

খেলাফত মজলিসের মহাসচিব অভিযোগ করেন, গণহত্যাকারী পতিত ফ্যাসিস্টদের বিচারে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি নেই। অথচ গণ-অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়োজনীয় সংস্কারের পক্ষে জনরায় শুরু থেকেই স্পষ্ট।

তিনি সরকারের উদ্দেশে বলেন, “জনরায়ের প্রতি শ্রদ্ধাশীল হয়ে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন সম্ভব হবে না।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments