ই নিউজ ডেস্ক |
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত “আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা ২০২৫”-এর ফাইনাল রাউন্ড ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম। তিনি শিক্ষার্থীদের সৃজনশীলতা ও যুক্তিবোধ বিকাশে বিতর্কের গুরুত্ব তুলে ধরেন এবং বলেন, “বিতর্ক শুধু যুক্তি-তর্কের অনুশীলন নয়; এটি ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার প্রশিক্ষণক্ষেত্র।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফাইনাল রাউন্ড শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।
আয়োজকরা জানান, বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের চিন্তাশক্তি, বিশ্লেষণধর্মী দৃষ্টিভঙ্গি ও নেতৃত্বের গুণাবলি বিকশিত হবে।



