বিনোদন প্রতিবেদক | ই নিউজ
প্রকাশ : ২৯ আগস্ট
একসময় অপরাধ জগতের আতঙ্ক ছিল ইউসুফ। সেই নাম শুনলেই মানুষ আতঙ্কিত হতো। দীর্ঘদিন আলোচনার বাইরে থাকলেও আবারও ফিরছে ইউসুফ—তবে বাস্তবে নয়, পর্দায়।
সঞ্জয় সমাদ্দার পরিচালিত সিনেমা ‘ইনসাফ’-এর জনপ্রিয় চরিত্র ইউসুফকে এবার দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। আসছে ৩ সেপ্টেম্বর রাত ১২টা ১ মিনিটে (৪ সেপ্টেম্বর) মুক্তি পাবে সিনেমাটি।
সিনেমায় ইউসুফ চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ। অপরদিকে আইন-শৃঙ্খলা বাহিনীর চৌকস অফিসার জাহান খানের চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ।
গত কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘ইনসাফ’ এবার ওটিটিতে আসছে নতুন আঙ্গিকে। ছবিটিতে আরও দেখা যাবে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে সম্পূর্ণ ভিন্ন এক লুকে। তিনি অভিনয় করেছেন একজন চিকিৎসকের ভূমিকায়, যার মাধ্যমে চিকিৎসা সেবার সিন্ডিকেশনের অজানা দিক ফুটিয়ে তোলা হয়েছে।
এছাড়াও অতিথি চরিত্রে আছেন চঞ্চল চৌধুরী। সংগীতশিল্পী–অভিনেত্রী জেফাও সংগীতশিল্পী হিসেবেই সিনেমায় হাজির হয়েছেন।
তাসনিয়া ফারিণ বলেন, “চরকিতে ‘ইনসাফ’ মুক্তি পাওয়ায় দেশের বাইরে থাকা দর্শকও এবার সিনেমাটি দেখতে পারবেন। এতে আমি দারুণ আনন্দিত।”
অভিনেতা শরিফুল রাজ বলেন, “প্রেক্ষাগৃহে দর্শকরা ছবিটি ভালোবেসেছেন। আশা করছি, এবার ওটিটির দর্শকরাও ‘ইনসাফ’ উপভোগ করবেন।”



