শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeখেলাধুলাইন-হাউস লড়াইয়ে বাড়বে ক্রিকেটারদের মান

ইন-হাউস লড়াইয়ে বাড়বে ক্রিকেটারদের মান

শামীম পাটোয়ারী অসুস্থ থাকায় নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টির একাদশে ছিলেন না। বদলি হিসেবে সুযোগ পেয়ে সাইফ হাসান দুই উইকেটের সঙ্গে ১৯ বলে করেছেন ৩৬ রান। তার এমন দারুণ পারফরম্যান্স বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে দ্বিধায় ফেলে দিয়েছে। আজ সিরিজের দ্বিতীয় ম্যাচের একাদশে শামীম নাকি সাইফÑকে খেলবেন সেই প্রশ্ন জেগেছে। দুজনের মধ্যে যে কোনো একজনকে বেছে নেওয়ার কাজটা কঠিন হলেও খুশি টিম ম্যানেজমেন্ট। গতকাল সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘ছেলেরা নিজেদের ভেতর প্রতিযোগিতা করলে তাদের মধ্যে স্ট্যান্ডার্ড লেভেল বাড়বে।’ তার বিশ্বাস, ক্রিকেটাররা এখন পারফর্ম করতে মরিয়া হয়ে থাকবে।

প্রথম টি-টোয়েন্টিতে সহজ ভঙ্গিতে বড় জয়ের পর গতকাল ঐচ্ছিক অনুশীলন করেছে বাংলাদেশ দল। নুরুল হাসান সোহান, শামীম পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদ্দিনরা করেছেন অনুশীলন। প্রথম ম্যাচের একাদশে না থাকা এই তিন ক্রিকেটারের অনুশীলনে ছিল গভীর মনোযোগ। তাতে স্পষ্ট দলে এখন তৈরি হয়েছে প্রতিযোগিতা। এই নিয়ে সালাউদ্দিন বলেন, ‘দলের যে অবস্থা তাতে এখন একাদশে থাকার জন্য অভ্যন্তরীণ প্রতিযোগিতা আরো বাড়তে পারে। এটা ভালো লক্ষণ। আগে অনেকে হয়তো টিকে থাকতে খেলত, এখন পারফর্ম করতে চাইবে। তাহলে আমাদের কাজ অনেক কমে যাবে। পারফর্ম করে যেন টিকে থাকে এমন লড়াই চাই আমরা। অন্য কেউ খারাপ করেছে তাই ঢুকে গেছে, এমন পরিস্থিতি আমরা আর দেখতে চাই না। কোনো খেলোয়াড় পারফর্ম করলে দলের জন্য লাভ।’

এই ইন-হাউস পারফরম্যান্স আর প্রতিযোগিতার ভিড়ে এখন সবচেয়ে বেশি আলোচনায় সাইফ হাসানের নাম। তার পারফরম্যান্স ছড়িয়েছে মুগ্ধতা। কিন্তু এমন অতি বাড়াবাড়ি রকমের আলোচনা মোটেও পছন্দ হচ্ছে না সালাউদ্দিনের। তার কথায়, ‘আপনাদের আমি আগেও অনুরোধ করেছি, কাউকে তাড়াতাড়ি আকাশে তুলে ফেলবেন না। আবার কাউকে তাড়াতাড়ি নিচে নামিয়ে দেবেন না।’ সাইফকে নিয়ে তার মন্তব্য, ‘শক্ত মানসিকতার পরিচয় দিয়েছে। ব্যাকফুটে চলে গেছে আবার ফিরে এসেছে। সবাই ভেবেছে টেস্ট প্লেয়ার সাদা বলে পারবে না। সেখান থেকে চেষ্টা করে উন্নতি করে এখানে এসেছে খুবই ভালো। আন্তর্জাতিকে ৬-৭ ম্যাচে ফেল করেছে, সেখান থেকে ঘুরে দাঁড়ানো অনেক কঠিন কাজ। এটা তার ক্রেডিট।’

এই দিকে সাইফের মতো লিটন দাসের পারফরম্যান্সও কেড়েছে নজর। তাকে নিয়ে আপাতত আশাবাদী সালাউদ্দিন। তার কথায়, ‘লিটন নট আউট ছিল এটায় আমি বেশি খুশি। ছেলেরা দায়িত্ব নিয়ে বড় ইনিংস খেলে খেলাটা শেষ করেছে এটা অনেক বেশি ভালো লাগছে। লিটনের শট দেখার মতো ছিল। কন্ডিশন বুঝে খেলেছে। এভাবে করতে পারলে দিন শেষে নট আউট থাকতে পারলে ব্যাপারটা আরো ভালো হবে।’

সালাউদ্দিন চান দলের পারফরম্যান্সের এই মুগ্ধতা যেন সিরিজের বাকি দুই ম্যাচেও থাকে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments