গাজা শহরে ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সামরিক শাখার মুখপাত্র আবু উবাইদা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এবং দেশের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত এই অভিযানে অংশ নেওয়ায় ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ তাদের অভিনন্দন জানিয়েছেন। কাৎজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, অভিযানটি “ক্রুটিহীনভাবে” সম্পন্ন হয়েছে।
তবে হামাস এখনও আবু উবাইদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি। সংগঠনটি শুধুমাত্র জানিয়েছে, গাজা শহরের একটি আবাসিক এলাকায় ইসরায়েলি বিমান হামলায় বেসামরিক লোকজন হতাহত হয়েছেন। স্থানীয় সংবাদকর্মীদের তথ্যানুযায়ী, আল-রিমাল এলাকায় এই হামলায় অন্তত সাতজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে শিশুও রয়েছে।
ইসরায়েলি বাহিনী পরিকল্পিত অভিযানের পূর্বে থেকেই গাজায় বিমান হামলা চালাচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী কাৎজ সতর্ক করে জানিয়েছেন, যদি অভিযান তীব্রতর হয়, তবে উবাইদার আরও কয়েকজন সহযোগীকে লক্ষ্যবস্তু করা হবে। এই মন্তব্যের মাধ্যমে তিনি গাজা নগরী দখলের ইসরায়েলের অনুমোদিত পরিকল্পনার ইঙ্গিত দিয়েছেন।
গাজা-ইসরায়েল সংঘর্ষের বর্তমান উত্তেজনা শুরু হয় ২০২৩ সালের ৭ অক্টোবর, যখন হামাস ইসরায়েলে প্রাণঘাতী হামলা চালায়। এর জবাবে ইসরায়েলি বাহিনী গাজায় বিমান হামলা শুরু করে, যা এখনও অব্যাহত।
আবু উবাইদা হামাসের সামরিক শাখার কয়েকজন জ্যেষ্ঠ সদস্যের মধ্যে একজন, যিনি ২০২৩ সালের হামলার আগে থেকেই সক্রিয় ছিলেন। ইসরায়েলি সামরিক বাহিনীর এই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।



