শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeরাজনীতিঅন্যান্যজাতীয় পার্টি নিষিদ্ধের দাবি অযৌক্তিক: শামীম হায়দার পাটোয়ারী

জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি অযৌক্তিক: শামীম হায়দার পাটোয়ারী

জাতীয় পার্টি (জি এম কাদের অংশ) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি অযৌক্তিক। তিনি বলেন, রাজনৈতিক দল সম্পর্কিত আরপিও অনুযায়ী কোনো কাজের কারণে জাতীয় পার্টির নিবন্ধন বাতিল হওয়ার কারণ নেই, এবং দলের বিরুদ্ধে এমন কোনো অভিযোগও নেই।

রোববার সন্ধ্যায় কাকরাইলের জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শামীম হায়দার পাটোয়ারী বলেন, “জাতীয় পার্টি কখনো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হয়নি। সন্ত্রাসবিরোধী আইনের মাধ্যমে দলকে নিষিদ্ধ করা বা কার্যক্রম বন্ধ করার আইনি ভিত্তি নেই। আমরা এ ধরনের ভ্রান্ত দাবিতে ভীত নই।”

তিনি আরও জানান, শনিবার দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে হামলা চালানো হয়েছিল, যা পুলিশ দ্রুত নিয়ন্ত্রণে এনেছে। মহাসচিব নেতা-কর্মীদের নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনে প্রস্তুত থাকার আহ্বান জানান।

শামীম হায়দার পাটোয়ারী জাপার একতাকে দৃঢ় ও দেশের গণতান্ত্রিক স্বার্থে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে বিজয়নগরের গণ অধিকার পরিষদের সামনে বিক্ষোভ সমাবেশ শেষে জাপার নেতা-কর্মীরা মিছিল নিয়ে কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়ে গেলে পুলিশের বাধার মুখে পড়ে। একদল হামলাকারী কার্যালয়ের নিচতলায় আগুন ধরিয়ে দেয়, যা পুলিশ লাঠিপেটা ও জলকামান ব্যবহার করে নিয়ন্ত্রণে আনে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments