ই নিউজ ডেস্ক
প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৫,
আফগানিস্তানের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৫০ ছাড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ৫০০ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ।
রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, স্থানীয় সময় রোববার রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের ৮ কিলোমিটার গভীরে, জালালাবাদ শহর থেকে প্রায় ২৭ কিলোমিটার দূরে। মূল ভূমিকম্পের পর আরও তিন দফা আফটারশক অনুভূত হয়, যেগুলোর মাত্রা ছিল ৪.৫ থেকে ৫.২ এর মধ্যে।
আফগান অন্তর্বর্তী সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, “দুঃখজনকভাবে আজকের রাতের ভূমিকম্পে আমাদের কয়েকটি প্রদেশে প্রাণহানি ও সম্পদের ক্ষতি হয়েছে।”
টিআরটি ওয়ার্ল্ড জানায়, কুনার প্রদেশের নুর গাল, সাওকি, ওয়াটপুর, মানোগি ও চাপা দারা জেলায় হতাহতের ঘটনা ঘটেছে। তবে অনেক দুর্গম অঞ্চলের সঙ্গে এখনো যোগাযোগ সম্ভব হয়নি। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
উদ্ধারকাজে ব্যাপক বাধার মুখে পড়ছেন উদ্ধারকর্মীরা। ভুমিধসে রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় স্থলপথে যাওয়া সম্ভব হচ্ছে না। কেবল হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছে তালেবান প্রশাসন। ইতোমধ্যে আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে আফগান সরকার।



