শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeরাজনীতিআওয়ামিলীগঢাকায় বাকপ্রতিবন্ধী যুবককে ‘স্লোগান দেওয়ার’ অভিযোগে গ্রেপ্তার, বিতর্ক সৃষ্টি

ঢাকায় বাকপ্রতিবন্ধী যুবককে ‘স্লোগান দেওয়ার’ অভিযোগে গ্রেপ্তার, বিতর্ক সৃষ্টি

রাজধানীর গুলিস্তানের গোলাপ শাহ মাজার এলাকায় হঠাৎ “জয় বাংলা” স্লোগানে মিছিল করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। পুলিশ ঘটনার পর কয়েকজনকে আটক করে। আটকের মধ্যে ছিলেন সাইদ শেখ, যাকে পরে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

সাইদের আইনজীবী ও পরিবার দাবি করেছেন, সাইদ বাকপ্রতিবন্ধী, তাই তার বিরুদ্ধে মামলায় আইনের অপব্যবহার হয়েছে। পুলিশ বলছে, সাইদ মিছিলে সামনে থেকে ‘হাত নেড়ে’ স্লোগান দিয়েছে।

গ্রেপ্তারের পটভূমি

  • বুধবার (২৪ আগস্ট) গুলিস্তানের মিছিল থেকে তাকে আটক করা হয়।
  • পরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাইদসহ তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
  • অপর দুই আসামি হলেন রাজু আহমেদ ও শেখ মো. শাকিল।

পল্টন থানার মামলায় বলা হয়েছে, আসামিরা দেশের আইনশৃঙ্খলা বিনষ্ট করার পাশাপাশি রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়েছে এবং সমাবেশ আয়োজনের চেষ্টা করেছে।

আইনের মুখে প্রতিবন্ধিতা বিষয়ক বিতর্ক

  • আদালত নির্দেশ দিয়েছেন, সাইদ প্রতিবন্ধী কিনা তা বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পরীক্ষা করে ১ সেপ্টেম্বর প্রতিবেদন জমা দিতে হবে
  • মামলার তদন্ত কর্মকর্তা বলেছেন, সাইদের মুখে জড়তা আছে, তবে তা প্রতিবন্ধীতার কাতারে পড়ে কিনা তা বিশেষজ্ঞদের মতামত দিয়ে বিচার করা হবে।

পরিবারের উদ্বেগ

  • সাইদের মা জানিয়েছেন, তার ছেলে নিজের কাজ নিজে করতে পারে না, দৌড়ালে পড়ে যায় এবং ভালোভাবে কথা বলতে পারে না।
  • মামা সুমন বলেন, “প্রতিবন্ধী ছেলে জেলে আছে, আমাদের দুশ্চিন্তা হচ্ছে। সে রাজনীতি বোঝে না। আমরা তার মুক্তি চাই।”

আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী বলেন, “দেশে আইনের প্রয়োগ নেই। একজন বাকপ্রতিবন্ধীকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে স্লোগান দেওয়ার অভিযোগে আটক করা হয়েছে, যা সম্পূর্ণ অনৈতিক।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments