শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeখেলাধুলা৪৩ বছর পর চ্যাম্পিয়নশিপে জয় রেকস্যাম এফসির

৪৩ বছর পর চ্যাম্পিয়নশিপে জয় রেকস্যাম এফসির

ইংলিশ ফুটবল লিগ চ্যাম্পিয়নশিপে রেকস্যাম এফসি ইতিহাস রচনা করেছে। প্রাচীন এই ওয়েলশ ক্লাব ৪৩ বছরের অপেক্ষার পর আবার দ্বিতীয় স্তরে জয় পেল। মিলওয়ালকে ২-০ গোলে হারিয়ে তাদের দীর্ঘ প্রতীক্ষিত এই জয়ের স্বাদ চেখেছে ক্লাব এবং সমর্থকরা।

রেকস্যামের শেষ চ্যাম্পিয়নশিপ জয়টি ছিল ১৯৮১-৮২ মৌসুমের শেষ দিনে রদ্যারহ্যাম ইউনাইটেডের বিপক্ষে। ওয়েলসের সবচেয়ে পুরনো ক্লাব হিসেবে পরিচিত রেকস্যাম ১৮৬৪ সালে প্রতিষ্ঠিত এবং এটি বিশ্বের তৃতীয় পুরনো পেশাদার ফুটবল ক্লাবও। তারা ২৩ বার ওয়েলস কাপ জিতেছে, তবে সর্বশেষ জয়টি ১৯৯৫ সালে।

পুনর্জাগরণের গল্প

গত তিন মৌসুমে রেকস্যাম অবিশ্বাস্যভাবে পুনরুজ্জীবিত হয়েছে। তিনটি ধারাবাহিক প্রমোশনের মাধ্যমে পঞ্চম স্তর থেকে উঠে এসেছে দ্বিতীয় স্তরে। এটি ইংলিশ ফুটবল লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে টানা তিন মৌসুমে স্তর বৃদ্ধি করার নজির স্থাপন করেছে।

মালিকানা বদলের পর, রায়ান রেনল্ডসরব ম্যাকএলহেনি যৌথভাবে ক্লাবটি কিনে নিয়ে নতুন সুদিনের সূচনা করেন। বিশেষজ্ঞদের মতে, দ্বিতীয় স্তরে ওঠার পর ক্লাবের মূল্যমান দাঁড়িয়েছে প্রায় ১৫ কোটি পাউন্ড, যা গত চার বছরে ৭,৪০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

মিলওয়াল ম্যাচের জয়

মিলওয়ালের মাঠে রেকস্যাম ৫৮তম মিনিটে এগিয়ে যায় এবং যোগ করা সময়ে ১৮তম মিনিটে আরও একটি গোল করে জয় নিশ্চিত করে। গোলকিপার ড্যানি ওয়ার্ডের চোটের কারণে ম্যাচে অতিরিক্ত সময় অনেকটা বেড়ে যায়।

কোচ ফিল পার্কিনসন বলেন, “দৃঢ়তাপূর্ণ ও প্রতিজ্ঞাবদ্ধ মানসিকতা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। মিলওয়ালে জিততে হলে পুরো দলকে সর্বোচ্চ দিতে হয়। খেলোয়াড় ও কোচিং স্টাফরা নিজেদের সবটুকু দিয়েছে।”

তিনি আরও বলেন, “গত মঙ্গলবার প্রেস্টনের বিপক্ষে লিগ কাপে জয় আমাদের আত্মবিশ্বাস জোগায়। সেখান থেকেই আমাদের এই ম্যাচের সাফল্য এসেছে।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments