ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত ঘোষণা করেছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি হাবিবুল গণির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এক রিট আবেদনের শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।
রিটটি দায়ের করেন বামজোট মনোনীত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদা আলম। তিনি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের মনোনীত ছাত্রশিবির সমর্থিত জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করেন।
উল্লেখ্য, ২৬ আগস্ট প্রকাশিত চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোট ৪৭১ জন প্রার্থী। প্রাথমিকভাবে মনোনয়ন জমা দেওয়া প্রার্থীদের মধ্যে ২৮ জন স্বেচ্ছায় সরে দাঁড়ান। অন্যদিকে, বাছাই প্রক্রিয়ায় বাদ পড়া ১০ জন প্রার্থী আপিল না করায় তাদের মনোনয়নও বাতিল ঘোষণা করা হয়েছে।



