বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সোমবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এ আশ্বাস দেন তিনি।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, সাক্ষাতে নির্বাচনের আগে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, “জাতির কাছে একটি সুন্দর নির্বাচনের জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচন হবে আন্তর্জাতিক মানসম্পন্ন, যেখানে নতুন ও নারী ভোটারদের অংশগ্রহণ ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।”
জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, সেনাবাহিনী সরকারের প্রতিটি উদ্যোগ ও কর্মসূচি বাস্তবায়নে পাশে থাকবে। একইসঙ্গে তিনি প্রধান উপদেষ্টাকে গুজবে কান না দেওয়ার পরামর্শ দেন।



