ঢাকা, সোমবার: বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে নির্বাচন ও জুলাই সনদের আইনগত ভিত্তি প্রতিষ্ঠিত না হলে দেশে পুনরায় ফ্যাসিবাদের জন্ম হবে।”
সোমবার জাতীয় প্রেসক্লাবে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আয়োজিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, “দেশের ৭১ শতাংশ মানুষ পিআর পদ্ধতির নির্বাচন চায়। গণতন্ত্রকে টিকিয়ে রাখতে হলে এ পদ্ধতি ছাড়া বিকল্প নেই। জুলাই অভ্যুত্থানের মূল চেতনা ছিল ফ্যাসিবাদের উত্থান ঠেকানো, অথচ সংস্কারবিহীন নির্বাচন মানেই ফ্যাসিবাদের পুনরুত্থান।”
বক্তারা বলেন, বিশ্বের ৯১টি দেশে পিআর পদ্ধতি চালু রয়েছে। বাংলাদেশেও এ পদ্ধতি কার্যকর হলে ক্ষুদ্র দল ও ভিন্নমতের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে এবং জাতীয় ঐক্য দৃঢ় হবে। তারা মনে করেন, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে গণতন্ত্রের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
সভায় সভাপতিত্ব করেন এফডিইবি’র ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী মোঃ আব্দুছ ছাত্তার শাহ।



