জুলাই সনদের আইনি স্বীকৃতি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতিতে আয়োজনের দাবি নিয়ে আবারও অটল অবস্থান ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়েছে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে।
সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার আমির শফিকুর রহমানের বাসায় অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন তিনি নিজেই। উপস্থিত ছিলেন দলের সব নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল এবং নির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা।
জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের পক্ষ থেকে মুজিবুল আলম গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বৈঠকের বিস্তারিত তুলে ধরা হয়। সেখানে জানানো হয়, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে এবং নেতারা জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি দেওয়ার গুরুত্ব আরোপ করেছেন। একই সঙ্গে ওই সনদের আলোকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে আয়োজনের আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নির্বাচন শুরুর আগে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ সুনিশ্চিত করার প্রয়োজনীয়তার পাশাপাশি পিআর পদ্ধতির নির্বাচন নিয়ে জামায়াতের কঠোর ও দৃঢ় অবস্থান বৈঠকে পুনরায় ব্যক্ত করা হয়েছে।



