ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর (এএমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন ড. এম কামাল উদ্দীন জসীম। এর আগে তিনি ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে ব্যাংকের চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার, ক্যামেলকো, অপারেশন্স ও ডেভেলপমেন্ট উইংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
ড. জসীম ১৯৯২ সালে প্রবেশনারি অফিসার হিসাবে ইসলামী ব্যাংকে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে তিনি ঢাকা ইস্ট জোনপ্রধান, বিজনেস প্রমোশন অ্যান্ড মার্কেটিং ডিভিশনের প্রধানসহ বিভিন্ন শাখা ও বিভাগের দায়িত্বে ছিলেন। ব্যাংকে যোগদানের আগে তিনি বাংলাদেশ অবজারভার ও দৈনিক আজকের কাগজসহ বিভিন্ন জাতীয় দৈনিকে সাংবাদিকতা করতেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর তিনি ২০০৫ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় আইবিএস থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ, ঢাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট এবং বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি ও বাংলাদেশ অর্থনীতি সমিতির সদস্য।
এছাড়া তিনি যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, রাশিয়া, তুরস্ক, চীনসহ বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন



