শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeজাতীয়জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদ চূড়ান্ত করতে যাচ্ছে, বাস্তবায়ন পদ্ধতি আলাদা সুপারিশে

জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদ চূড়ান্ত করতে যাচ্ছে, বাস্তবায়ন পদ্ধতি আলাদা সুপারিশে

জাতীয় ঐকমত্য কমিশন চলতি সপ্তাহের মধ্যে জুলাই জাতীয় সনদের খসড়া চূড়ান্ত করে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠাতে যাচ্ছে। তবে সনদে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পদ্ধতি সরাসরি উল্লেখ থাকবে না। রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে কমিশন বাস্তবায়নের উপায় নিয়ে আলাদা সুপারিশ অন্তর্বর্তী সরকারের কাছে উপস্থাপন করবে।

সূত্র জানায়, ইতিমধ্যে প্রাথমিক ও সমন্বিত খসড়া নিয়ে দুই দফা দলগুলোর মতামত নেওয়া হয়েছে। চূড়ান্ত খসড়া পাঠানোর পর আর মতামত নেওয়া হবে না। এতে সই করবে কি না, তা সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দলগুলোর।

সংস্কার প্রস্তাব ও মতবৈষম্য

ছয়টি সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে দুই পর্বের আলোচনায় ৮৪টি বিষয়ে ঐকমত্য ও সিদ্ধান্ত হয়েছে। তবে বাস্তবায়নের পদ্ধতি নিয়ে দলগুলোর মধ্যে মতভেদ রয়েছে। সংবিধান সংক্রান্ত প্রস্তাবগুলো আগামী সংসদের মাধ্যমে বাস্তবায়নের পক্ষে বিএনপি। জামায়াতে ইসলামী গণভোট বা রাষ্ট্রপতির প্রোক্লেমেশনের মাধ্যমে বাস্তবায়ন চান। এনসিপি গণপরিষদের মাধ্যমে সংবিধান প্রণয়নের প্রস্তাব দিয়েছেন।

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, “বিদ্যমান পরিস্থিতিতে যদি সনদে বাস্তবায়নের উপায় সরাসরি উল্লেখ করা হয়, কিছু দল সই না করার আশঙ্কা রয়েছে। তাই সুপারিশ আকারে আলাদাভাবে উপস্থাপন করা হবে।”

দলগুলোর সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা

সদ্যকালের অনানুষ্ঠানিক বৈঠকে ১৭টি দল কমিশনের সঙ্গে মিলিত হয়। এর আগে বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে আলাদা আলোচনা হয়েছে। বৈঠকে গণভোট, রাষ্ট্রপতির প্রোক্লেমেশন, সংবিধান সভা বা আগামী সংসদের মাধ্যমে বাস্তবায়নের বিভিন্ন প্রস্তাব আসে। তবে প্রায় সব দল মত দিয়েছেন, যেসব সংস্কার অবিলম্বে করা সম্ভব, সেগুলো অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশের মাধ্যমে করা যেতে পারে।

চূড়ান্ত খসড়ার কাঠামো

চূড়ান্ত খসড়ায় তিনটি অংশ থাকবে:
১. সনদের পটভূমি
২. ঐকমত্য ও সিদ্ধান্ত হওয়া প্রস্তাব
৩. সনদ বাস্তবায়নের অঙ্গীকারনামা

কিছু ভাষাগত পরিবর্তন আসতে পারে, বিশেষ করে সনদকে সংবিধানের ওপর স্থান দেওয়া এবং আদালতে প্রশ্ন তোলা যাবে না এমন অঙ্গীকার সংক্রান্ত।

সময়সূচী

কমিশন আশা করছে, আগামী বৃহস্পতিবারের মধ্যে খসড়া দলগুলোর কাছে পাঠানো হবে। বাস্তবায়নের উপায় সনদের অংশ হবে না। দলগুলো লিখিতভাবে মতামত দেবেন। দল ও বিশেষজ্ঞ মতামত সমন্বয় করে কমিশন সুপারিশ প্রস্তুত করবে এবং তা পরে অন্তর্বর্তী সরকারের কাছে উপস্থাপন করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments