শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeজাতীয়গাজীপুর পুলিশ কমিশনার মো. নাজমুল করিম খানের দায়িত্ব থেকে অপসারণ

গাজীপুর পুলিশ কমিশনার মো. নাজমুল করিম খানের দায়িত্ব থেকে অপসারণ

গাজীপুর, ১ সেপ্টেম্বর – গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার মো. নাজমুল করিম খানকে দায়িত্ব থেকে সরানো হয়েছে। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত আদেশে তাকে আগামীকাল মঙ্গলবার ঢাকায় পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করতে বলা হয়েছে।

আদেশে বলা হয়, গাজীপুরের পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার নিকট দায়িত্ব অর্পণ করে আগামী ২ সেপ্টেম্বর পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করতে হবে।

মো. নাজমুল করিম খান গত ১১ নভেম্বর ২০২৪ থেকে জিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ১ মে ২০২৫ থেকে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন।

সাম্প্রতিক সময়ে গাজীপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শহরে চুরি, ছিনতাই, ডাকাতি, অপহরণ, ধর্ষণ ও চাঁদাবাজির মতো অপরাধের সংখ্যা বেড়েছে। পুলিশের অভ্যন্তরীণ প্রতিবেদনে গাজীপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে “খুবই খারাপ” হিসেবে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দিনের বেলায়ও অপরাধ ঘটছে, কিন্তু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) নীরব ভূমিকা পালন করছেন এবং মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীদের কাছ থেকে মোটা অঙ্কের মাসোহারা আদায় করছেন।

এ ছাড়া, কমিশনার নাজমুল করিম খানের ঢাকার বাসা থেকে গাজীপুরে যাত্রার সময় উড়ালসড়ক একমুখী করে দেওয়া এবং ফেরার সময় উল্টো পথে লেন বন্ধ রাখার ঘটনা পুলিশের অভ্যন্তরীণ প্রতিবেদনে উঠে এসেছে।

এমন পরিস্থিতিতে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার দুই ওসিকেও একযোগে বদলি করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের নির্দেশে টঙ্গী পূর্ব থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম চট্টগ্রাম রেঞ্জে, এবং টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান সিলেট রেঞ্জে বদলি হয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments