ঢাকা, মঙ্গলবার ─ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিতের মেয়াদ আরও বাড়িয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
আজ মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন। এর ফলে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ কার্যকর থাকবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী মোহাম্মদ শিশির মনির সাংবাদিকদের জানান, “আগামীকাল বুধবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে আবেদনটি এক নম্বর আইটেম হিসেবে শুনানির জন্য তালিকাভুক্ত করা হয়েছে।”
এর আগে গতকাল সোমবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট ডাকসুর নির্বাচন প্রক্রিয়া ও চূড়ান্ত ভোটার তালিকার কার্যক্রম স্থগিত করেন। এর ফলে আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ডাকসু নির্বাচন আটকে যায়।
এই আদেশের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চেম্বার আদালতে আবেদন করে। আদালত তখন নিয়মিত সিভিল মিসলেনিয়াস পিটিশন না হওয়া পর্যন্ত হাইকোর্টের আদেশ স্থগিত করেছিলেন। আজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই আবেদন দাখিল করে, যার শুনানি শেষে স্থগিতাদেশ বহাল রাখেন আদালত।
আদালতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও মোহাম্মদ সাদ্দাম হোসেন উপস্থিত ছিলেন। অন্যদিকে রিট আবেদনকারীর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া।



