শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeজাতীয়শ্রমিকদের বকেয়া পরিশোধ না করায় তিন গার্মেন্টস মালিকের বিরুদ্ধে রেড নোটিশ উদ্যোগ

শ্রমিকদের বকেয়া পরিশোধ না করায় তিন গার্মেন্টস মালিকের বিরুদ্ধে রেড নোটিশ উদ্যোগ

ঢাকা, মঙ্গলবার ─ শ্রমিকদের ন্যায্য পাওনা আদায়ে গাফিলতি ও দীর্ঘদিন বিদেশে অবস্থান করার অভিযোগে তিনটি গার্মেন্টস কারখানার মালিকের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির উদ্যোগ নিয়েছে সরকার।

মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন—

টিএনজেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাৎ হোসেন শামীম,

ডার্ড গ্রুপের চেয়ারম্যান ইত্তেমাদ উদ দৌলাহ ও ব্যবস্থাপনা পরিচালক নাবিল উদ দৌলাহ,

রোর ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মামুনুল ইসলাম।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম আদালত, গাজীপুর এবং ঢাকা শ্রম আদালত-১ ও ৩–এ দায়ের হওয়া মামলার ভিত্তিতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, “শ্রমিকদের ন্যায্য অধিকার রক্ষায় আমরা দৃঢ়প্রতিজ্ঞ। যারা শ্রমিকদের প্রতি অন্যায় করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, অভিযুক্তদের দেশে ফেরত এনে শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা প্রদানের জন্য সরকার কাজ করছে।

এরই মধ্যে শ্রম মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি (এনসিবি) স্বাক্ষরিত চিঠির মাধ্যমে ইন্টারপোল কর্তৃপক্ষের কাছে রেড নোটিশ জারির অনুরোধ পাঠানো হয়েছে।

প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেন, “কারখানার মালিকদের শ্রমিকদের প্রতি অসহযোগিতা বা অবহেলা কোনোভাবেই সহ্য করা হবে না। এ ধরনের কার্যকলাপের জন্য তাদের পরিণতি ভোগ করতে হবে।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments