বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে ঠিকই, কিন্তু শয়তানি ছাড়ে নাই।”
রাজধানীর উত্তরা ১৫ নম্বর সেক্টরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর কর্তৃক আয়োজিত পরিচ্ছন্নতা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, “আল্লাহর রহমতে ও ছাত্রদের আন্দোলনের মাধ্যমে আমরা হাসিনার হাত থেকে মুক্ত হয়েছি। কিন্তু ভারতে গিয়ে সে নানা শয়তানি শুরু করেছে। ছাত্রলীগ, যুবলীগকে উসকে দিয়ে বলছে—গণ্ডগোল করো, মারামারি করো।”
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি খন্দকার লুৎফর রহমানের ওপর হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “সাবধান থাকবেন। আপনাদের ওপর যদি হাত পড়ে, সেই হাত ভেঙে দিবেন।”
তিনি আরও বলেন, “মনে রাখবেন, ২ হাজার শিশু-কিশোর ও মহিলার রক্তে আমরা চব্বিশে স্বাধীনতা পেয়েছি। একাত্তরেও লাখো মানুষের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি। এই দেশ কারো দয়া-দাক্ষিণ্যে পাওয়া নয়। শেষ রক্ত কণা দিয়ে হলেও আমরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করব। এখানে কোনো আপোষ নয়।”
কর্মসূচিতে সভাপতিত্ব করেন বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম। এতে আরও বক্তব্য রাখেন সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর আলম, আখতার হোসেনসহ ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যান্য নেতারা।



