শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeজাতীয়জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলার অভিযোগে সড়ক অবরোধ, রাজধানী...

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলার অভিযোগে সড়ক অবরোধ, রাজধানী পরিবহনের ২৮টি বাস জব্দ

সংবাদ প্রতিবেদন:

ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলকারী রাজধানী পরিবহনের ২৮টি বাস আটকে রেখেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অভিযোগ উঠেছে, বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে বাসে ওঠার সময় চালকের সহকারী জোর করে ধাক্কা দিয়ে ফেলে দেন। এতে তিনি গুরুতর আহত হন।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে। আহত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ছাত্রী। পরে তাঁকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

কীভাবে ঘটল ঘটনাটি

ভুক্তভোগী শিক্ষার্থী ও তাঁর সহপাঠীদের সূত্রে জানা যায়, ওই ছাত্রী টিউশনি শেষে সাভারের থানাস্ট্যান্ড থেকে রাজধানী পরিবহনের একটি বাসে উঠছিলেন। বাসে ওঠার সময় চালকের সহকারী তাঁকে গন্তব্য জানতে চান। ছাত্রীটি জানান তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাবেন। এরপর চলন্ত বাসের ভেতরেও আবার একই প্রশ্ন করা হলে তিনি পুনরায় বিশ্ববিদ্যালয়ের নাম বললে, চালকের সহকারী হঠাৎ তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এতে ছাত্রীটি বাস থেকে রাস্তায় পড়ে গিয়ে পায়ে আঘাত পান।

শিক্ষার্থীদের আন্দোলন

ঘটনার পরপরই সহপাঠীরা ক্ষুব্ধ হয়ে রাত আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে রাজধানী পরিবহনের বাসগুলো আটকাতে শুরু করেন। একে একে ২৮টি বাস জব্দ করে তাঁরা। শিক্ষার্থীরা দাবি জানান,

  • ভুক্তভোগী শিক্ষার্থীকে চিকিৎসার খরচ দিতে হবে,
  • ঘটনার জন্য দায়ী বাস সহকারীকে শাস্তির আওতায় আনতে হবে,
  • পরিবহন কর্তৃপক্ষকে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে হবে,
  • এবং লিখিত মুচলেকা দিতে হবে, যেন ভবিষ্যতে আর কোনো শিক্ষার্থীর সঙ্গে এ ধরনের ঘটনা না ঘটে।

ভুক্তভোগীর বক্তব্য

ভুক্তভোগী ছাত্রী মুঠোফোনে সাংবাদিকদের বলেন, “আমাকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ায় আমি পায়ে ব্যথা পেয়েছি। এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

প্রশাসনের প্রতিক্রিয়া

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, “ঘটনাটি অত্যন্ত ন্যক্কারজনক। একজন মানুষকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া দুঃখজনক। এর আগেও এ ধরনের একাধিক ঘটনা ঘটেছে। আমরা জানতে পেরেছি আগামীকাল (বুধবার) বাস মালিকপক্ষ আসবে। তখন আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

প্রেক্ষাপট

শিক্ষার্থীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে রাজধানী পরিবহনের বাসচালক ও সহকারীরা দুর্ব্যবহার করে আসছেন। তবে এ ধরনের ঘটনা বারবার ঘটলেও কার্যকর কোনো সমাধান হয়নি। এবারের ঘটনায় পুরো বিশ্ববিদ্যালয় অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments