ই নিউজ প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫
নারী নিপীড়নের প্রতিবাদে টানা দ্বিতীয় দিনের মতো কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতির প্রার্থীতার বিরুদ্ধে রিট আবেদনকারী নারী শিক্ষার্থীকে প্রকাশ্যে গণধর্ষণের হুমকি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেনস্থা এবং সারাদেশে শিবির নেতাকর্মীদের দ্বারা নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে অব্যাহত সাইবার বুলিংয়ের প্রতিবাদে এ কর্মসূচি আহ্বান করা হয়েছে।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, বুধবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় ছাত্রদলের নারী নেত্রীদের উদ্যোগে সুপ্রীম কোর্টের সামনে (গণপূর্ত অধিদপ্তরের বিপরীত পার্শ্বে) প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির কর্মসূচি সফল করার আহ্বান জানান। একইসঙ্গে তারা নারী নিপীড়নের বিরুদ্ধে নারীদের সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।



