সংবাদ প্রতিবেদন
অন্তর্বর্তী সরকার এবং দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয়ের ঘাটতির অভিযোগ করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। মঙ্গলবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর তিনি সংবাদ সম্মেলনে এই অভিযোগ তোলেন।
বৈঠকের আলোচ্য বিষয়
মজিবুর রহমান বলেন, সরকারের কার্যক্রমে সমন্বয়, দৃঢ়তা এবং সুশৃঙ্খলতার অভাব দেখা যাচ্ছে। বিশেষ করে নুরুল হক আহত হওয়া এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া ঘটনা থেকে স্পষ্ট হয়েছে যে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় ও কর্তৃত্বের ঘাটতি আছে।
তিনি উল্লেখ করেন, এবি পার্টি বৈঠকে প্রধান উপদেষ্টাকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। এর মধ্যে রয়েছে:
- আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাঠপর্যায় থেকে উপরের স্তর পর্যন্ত সশরীরে ও ভার্চুয়ালি সমন্বয় সভা আয়োজন,
- সরকার প্রধানের নেতৃত্বে দৃঢ় পদক্ষেপ গ্রহণ,
- নির্বাচন কমিশনের দক্ষতা নিশ্চিত করার জন্য সাবেক বিশেষজ্ঞ ও রিটার্নিং কর্মকর্তাদের চুক্তিভিত্তিক নিয়োগ,
- প্রশাসনিক রদবদলে লটারি পদ্ধতির পরিবর্তে ঝুঁকি ও জেলা-উপজেলার দূরত্ব বিবেচনায় রেখে পরিকল্পিত পদক্ষেপ।
রাজনৈতিক অংশগ্রহণ ও সমন্বয়
মজিবুর রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জাতীয় ও জেলা-উপজেলা পর্যায়ে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ নিশ্চিত করতে একটি সমন্বিত কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন। এতে রাজনৈতিক দলের ভূমিকা থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব কিছুটা লাঘব হবে।
তিনি আরও জানান, প্রধান উপদেষ্টা তাঁদের আহ্বান জানিয়েছেন, বর্তমান সংকট মোকাবিলায় সব মতের সব পক্ষ ঐক্যবদ্ধভাবে কাজ করবে। এবি পার্টি আশা প্রকাশ করেছে, এই প্রস্তাব বাস্তবায়ন হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ আরো সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।



