খুলনার সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ শাখা ছাত্রদলের একটি বিক্ষোভ মিছিলে উত্তেজনাকর স্লোগান দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
মঙ্গলবার কলেজ ক্যাম্পাসে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারী নির্যাতনের প্রতিবাদে এই মিছিল বের করে শাখা ছাত্রদল। বিক্ষোভে “একটা একটা শিবির ধর, ধইরা ধইরা জবাই কর” স্লোগান দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন কলেজ শাখা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবু উবাইদা মাহিন।
ভিডিওতে দেখা যায়, ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসে প্রদক্ষিণ করতে করতে উক্ত স্লোগানসহ বিভিন্ন রাজনৈতিক শ্লোগান দিতে থাকেন।
ঘটনা নিয়ে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহিন বলেন, “রাজনৈতিক ভাষার মধ্যে এই স্লোগান ব্যবহার করা হয়েছে। এটি কোনো ব্যক্তি বা নেতাকে উদ্দেশ্য করে নয়।”
অন্যদিকে কলেজ অধ্যক্ষ ফারুখে আজম মু. আব্দুস ছালাম জানান, “কলেজের ভেতরে কিছু শিক্ষার্থী বিক্ষোভ করেছে। কী ধরনের স্লোগান দেওয়া হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।”
এ ঘটনায় সমালোচনায় মুখর হয়েছেন বিভিন্ন সংগঠনের নেতারা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, “ছাত্রদলের এ ধরনের স্লোগান অপ্রাসঙ্গিক এবং পূর্বে নিষিদ্ধ সংগঠনগুলোর আচরণের পুনরাবৃত্তি।”
ঢাবি কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনী জোটের জিএস প্রার্থী এস এম ফরহাদ বলেন, “এই ধরনের নৃশংস রাজনৈতিক প্রক্রিয়া যদি আবার চালু হয়, তা ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাঁড়াবে।”



