শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeসর্বশেষতারেক রহমানের সহমর্মিতায় নতুন জীবনের পথে রাতুল

তারেক রহমানের সহমর্মিতায় নতুন জীবনের পথে রাতুল


বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতা ও মানবিকতায় সুস্থ জীবনের পথে ফিরছে নেত্রকোনার বারহাট্টার অসহায় রিকশাচালকের শিশু সন্তান তানভীরুল ইসলাম রাতুল (৬)। জন্ম থেকে জটিল হৃদরোগে আক্রান্ত রাতুলকে গত ৩০ জুন তারেক রহমানের নির্দেশে ভর্তি করা হয় ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। সেখানে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়।

স্টাফ রিপোর্টার

চিকিৎসা প্রক্রিয়ার পুরোটা সার্বক্ষণিক মনিটরিং করেন ড্যাবের সাবেক যুগ্ম-মহাসচিব ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। এছাড়া ‘আমরা বিএনপি পরিবার’ সার্বিক সহযোগিতা প্রদান করে।

গত ৩ সেপ্টেম্বর রাতুল ও তার পরিবারের সঙ্গে দেখা করেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এ.টি.এম. আব্দুল বারী ড্যানি এবং জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি প্রমুখ। এসময় তারা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্তরিক শুভেচ্ছা পৌঁছে দেন এবং ভবিষ্যতে যেকোনো চিকিৎসাজনিত প্রয়োজনে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

উল্লেখ্য, ৩ সেপ্টেম্বর বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৮তম ‘কারামুক্তি দিবস’। এ উপলক্ষে বিকেলে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে জাসাসের উদ্যোগে এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর সহযোগিতায় ‘উন্মুক্ত আলোচনা সভা ও জাগরণের গান’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments