সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এবং বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য এম সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী আগামীকাল শুক্রবার। ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর সিলেট-ঢাকা মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেটে জেলা ও মহানগর বিএনপি, এম সাইফুর রহমান স্মৃতি সংসদসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।
জেলা বিএনপি’র কর্মসূচির মধ্যে রয়েছে দুপুর ১২টায় মৌলভীবাজারে মরহুমের কবর জিয়ারত এবং বাদ মাগরিব সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে বিশেষ দোয়া মাহফিল।
মহানগর বিএনপি’র পক্ষ থেকে সকাল ১১টায় কবর জিয়ারত ও বাদ আছর শাহজালাল (রহ.) মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এছাড়া, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর উদ্যোগে বাদ জুমআ বন্দরবাজার জামে মসজিদে দোয়া মাহফিল এবং বিকেল ৩টায় সিলেট শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
এদিকে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ ও পরিবারের পক্ষ থেকে মরহুমের গ্রামের বাড়িতে সকাল থেকে পবিত্র কুরআন খতম, বাদ জোহর মিলাদ ও দোয়া মাহফিল এবং শিরনি বিতরণ করা হবে।
১৯৩২ সালের ৬ অক্টোবর মৌলভীবাজারে জন্মগ্রহণ করা এম সাইফুর রহমান বিএনপি প্রতিষ্ঠালগ্নে যোগ দেন এবং একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। দেশের অর্থমন্ত্রী হিসেবে তিনি দ্বাদশ বাজেটসহ সর্বাধিক সংখ্যক বাজেট উপস্থাপনের রেকর্ড গড়েন।



