ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আগে পরিচালিত এক জরিপে শীর্ষ তিন পদে এগিয়ে আছেন ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর প্রার্থীরা। শনিবার (৬ সেপ্টেম্বর) গবেষণা প্রতিষ্ঠান ‘ন্যারেটিভ’ আয়োজিত সংবাদ সম্মেলনে এই ফল প্রকাশ করা হয়। জরিপে বিশ্ববিদ্যালয়ের ১৪টি হলের আবাসিক শিক্ষার্থীরা অংশ নেন।
ভিপি পদে এগিয়ে সাদিক কায়েম
সহ-সভাপতি পদে সবচেয়ে বেশি সমর্থন পেয়েছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাদিক কায়েম। ৪১.৯% শিক্ষার্থী মনে করেন তিনি জয়ী হবেন। অন্যদিকে ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ১৩.৯% সমর্থন, স্বতন্ত্র শামীম হোসেন ১৬.৫% এবং উমামা ফাতেমা ৮.৮%। এ বিষয়ে মত দিতে রাজি হননি ২৪.৭% শিক্ষার্থী।
জিএস পদে শীর্ষে এস এম ফরহাদে
সাধারণ সম্পাদক পদে এগিয়ে আছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের এস এম ফরহাদে। তার পক্ষে ভোট দিতে চান ৩২.১% শিক্ষার্থী। ছাত্রদলের তানভীর বারী হামিম ও স্বতন্ত্র আরাফাত চৌধুরী সমানভাবে ১৬.১% করে সমর্থন পেয়েছেন, আর আবু বাকের মজুমদার পেয়েছেন ১৩.৭%। তবে ৩৩.৯% শিক্ষার্থী এখনো অনিশ্চিত।
এজিএস পদে বিপুল সমর্থন মহিউদ্দিন খানের
সহ-সাধারণ সম্পাদক পদে সবচেয়ে বেশি সমর্থন পেয়েছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের মহিউদ্দিন খান। তার প্রতি আস্থা জানিয়েছেন ৫২.৯% শিক্ষার্থী। ছাত্রদলের তানভীর আল হাদী মায়েদ পেয়েছেন ১৫.৯%, ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’-এর আশরেফা খাতুন ৯.৪৯% এবং ‘প্রতিরোধ পর্ষদ’-এর জাবির আহমেদ জুবেল পেয়েছেন ৪.৭% ভোট। তবে ৪০.৮% শিক্ষার্থী এখনো সিদ্ধান্তহীন।



