শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeবিনোদনশাহরুখ খানের সঙ্গে সেলফি তোলার সুযোগ দিচ্ছে জেমিনি এআই

শাহরুখ খানের সঙ্গে সেলফি তোলার সুযোগ দিচ্ছে জেমিনি এআই

বলিউড সুপারস্টার শাহরুখ খানের ভক্তদের জন্য সুখবর এনেছে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান ডিপমাইন্ড। প্রতিষ্ঠানটির তৈরি এআই অ্যাপ জেমিনি এআই–এ যুক্ত হয়েছে নতুন ছবি সম্পাদনা মডেল ‘ন্যানো বানানা’, যার মাধ্যমে সরাসরি দেখা না করেও শাহরুখ খানের সঙ্গে সেলফি তোলা সম্ভব হবে।

ডিপমাইন্ড জানিয়েছে, এ পর্যন্ত বিভিন্ন এআই টুল দিয়ে তারকাদের সঙ্গে কৃত্রিম সেলফি তুললেও সেখানে মুখ বিকৃত হওয়া, হাসি অস্বাভাবিক লাগা বা চুলের ছাঁট এলোমেলো হওয়ার মতো সমস্যা দেখা যেত। তবে ন্যানো বানানা মডেল সূক্ষ্ম বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখে কাজ করতে পারে। ফলে তৈরি হওয়া সেলফি বাস্তবের মতোই দেখাবে।

ব্যবহার পদ্ধতিও সহজ। জেমিনি এআই প্রো ব্যবহারকারীরা কেবল নিজের ছবি আপলোড করে নির্দেশ দিলেই শাহরুখ খানের পাশে দাঁড়িয়ে বা বসে তোলা সেলফি পেয়ে যাবেন। চাইলে শাহরুখ খানের পোশাকের রঙ ও ধরনও পরিবর্তন করা যাবে, যদিও তাঁর আসল মুখের অবয়ব অপরিবর্তিত থাকবে।

শুধু সেলফি নয়, ন্যানো বানানা মডেলে রয়েছে মাল্টি-ফটো ব্লেন্ডিং সুবিধা। এর সাহায্যে ব্যবহারকারীরা নিজের ছবির সঙ্গে পোষা প্রাণী বা অন্য যেকোনো ছবিকে একত্রিত করে অভিনব প্রতিকৃতি বানাতে পারবেন। এমনকি সমুদ্রসৈকতে ঘুরতে যাওয়া বা কুকুরের সঙ্গে খেলাধুলার মতো কাল্পনিক দৃশ্যও তৈরি করা যাবে।

এছাড়া মডেলটিতে রয়েছে ধাপে ধাপে ছবি সম্পাদনার সুযোগ। ব্যবহারকারীরা চাইলে একেবারে খালি ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে ধীরে ধীরে আসবাবপত্র, ওয়ালপেপার কিংবা রঙিন সাজসজ্জার উপকরণ যোগ করতে পারবেন। সম্পাদিত সব ছবিতে দৃশ্যমান ও অদৃশ্য দুই ধরনের ওয়াটারমার্ক থাকছে, যাতে কৃত্রিম ছবিগুলো সহজে শনাক্ত করা যায়।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments