শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeআন্তর্জাতিকপাকিস্তানে ক্রিকেট ম্যাচ চলাকালে বিস্ফোরণ, প্রাণহানি ১ জনের

পাকিস্তানে ক্রিকেট ম্যাচ চলাকালে বিস্ফোরণ, প্রাণহানি ১ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বাজৌর জেলার খার তেহসিল এলাকায় ক্রিকেট ম্যাচ চলাকালে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। শনিবার স্থানীয় কাউসার ক্রিকেট গ্রাউন্ডে এ বিস্ফোরণ ঘটে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা ওয়াকাস রফিক জানিয়েছেন, তাৎক্ষণিক উদ্ভাবিত বিস্ফোরক (আইইডি) ব্যবহার করে হামলাটি চালানো হয়। তাঁর দাবি, সুনির্দিষ্ট লক্ষ্য নিয়েই এ বিস্ফোরণ ঘটানো হয়েছে। বিস্ফোরণের পর ঘটনাস্থলেই একজন নিহত হন। আহতদের মধ্যে শিশু রয়েছে এবং তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিস্ফোরণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গ্রাউন্ডে ধোঁয়ায় আকাশ ছেয়ে যায় এবং আতঙ্কিত মানুষ প্রাণ বাঁচাতে এদিক-ওদিক দৌড়াতে থাকেন। পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের পর হামলাকারীরা কোয়াডপ্টারের সাহায্যে কাছাকাছি একটি থানাতেও হামলার চেষ্টা করেছিল, তবে তা ব্যর্থ হয়।

এ ঘটনায় এখনো কোনো সন্ত্রাসী সংগঠন দায় স্বীকার করেনি। তবে পুলিশের ধারণা, জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) হামলার সঙ্গে জড়িত থাকতে পারে। সম্প্রতি পাকিস্তান সেনাবাহিনী ওই জেলায় ‘অপারেশন সরবকাফ’ নামে সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করেছে। ধারণা করা হচ্ছে, এরই প্রতিশোধ নিতে হামলা চালাচ্ছে জঙ্গিরা।

গত সপ্তাহে বাজৌর জেলার লাঘারি এলাকায় একটি থানায়ও হামলার ঘটনা ঘটে। তাতে এক পুলিশ সদস্যসহ দুজন আহত হন। স্থানীয় সরকার ও সেনাবাহিনী জানিয়েছে, সীমান্তবর্তী এ অশান্ত অঞ্চলে নিরাপত্তা ফিরিয়ে আনার জন্য অভিযান অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments