জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অয়্যাপসোরা অ্যালায়েন্সের মিডিয়া কার্যক্রমকে আরও গতিশীল ও সমন্বিতভাবে পরিচালনার লক্ষ্যে নতুন করে মিডিয়া সেল গঠন করেছে। শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) এ সেলের দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।
ঘোষিত তালিকা অনুযায়ী, মো. আব্দুল হক ভূঁইয়া (মিন্টু ভূঁইয়া) প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া কো-চিফ মিডিয়া ও প্রবাসী হিসেবে দায়িত্ব পেয়েছেন আবদুল্লাহ বিন নিযাম এবং সাদমান জামান।
সদস্য হিসেবে রয়েছেন—
খালিদুর রহমান (রনি), আবু সাইদ ভূঁইয়া (মাসুম), গোলাম রাব্বানী চৌধুরী (সেলিম চৌধুরী), মোজাম্মেল হক (মিন্টু), ফাহিমুল্লাহ (ফাহিম), মোহাম্মদ রফিকুল ইসলাম (বেলাল), হোসেন আহমেদ (মুন্না) ও নিজাম উদ্দিন (হোসেনপুর)।
এ বিষয়ে বার্তা দেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র যুব বিষয়ক সম্পাদক (দায়িত্বরত) সাদেক উদ্দিন শিকদার। তিনি আশা প্রকাশ করেন, নতুন এই মিডিয়া সেল সংগঠনের কার্যক্রম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



